যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফরে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সাথে এক নৈশভোজে অংশ নেন তিনি। অনানুষ্ঠানিক বৈঠক হলেও এখানে ইরানের পরমাণু কার্যক্রম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার। এরপরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার চীনের কার্বন নিঃসরন কমাতে ২০১৭ সালের জন্য নতুন লক্ষ্য মাত্রা ঘোষণা করবেন প্রেসিডেন্ট শি। বিশ্বের সবচেয়ে বড় দুই কার্বন নিঃসরণকারী দেশ হলেও, দুষণ কমিয়ে আনতে এতদিন বড় কোন পদক্ষেপ নেয়নি চীন ও যুক্তরাষ্ট্র। তবে ২০১৪ সালের শেষ দিকে এ বিষয়ে একটি যৌথ ঘোষণা দেয় দুই দেশ।
(1)