রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সুশীলনের পরিচালনায় ”নিরাপদ ২ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার মাসিক নিয়মিত করণ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচনে নারীর ক্ষমাতয়ন প্রকল্পের আওতায় কিশোর কিশোরী সহায়ক দলের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে।
শুক্রবার দিঘলিয়া সুশীলন অফিস সকল ইউনিয়নের ২০ জন কিশোর কিশোরী সহায়ক দলের সদস্যদের সমন্বয় সারা দিন ব্যাপি নারী নির্যাতন বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা পদ্ধতি এমআর ,এমআরএম, স্বাস্থ্য অধিকার যৌন ও প্রজনন স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার শেখমোস্তাফিজুর রহমান নিরাপদ ২ প্রকল্প। প্রশিক্ষনটি পরিচালনা করেন সুশীলন’র সামিমা ইয়াসমিন প্রকল্প সমন্বয়কারী নিরাপদ ২ প্রকল্প।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)