উঁহু! যাঁরা এ কথা বলেন, সম্প্রতি তাঁদের ভুল ভাঙিয়ে দিয়েছেন সালমন খান নিজেই! কবুল করেছেন, রূপ দেখে তিনি ক্যাটরিনাকে মন দেননি!
সে কথা বেমালুম এড়িয়ে গেলেন সালমন! আর, এড়িয়ে যেতেই ভেসে এল মোক্ষম প্রশ্ন। কেন তাঁরা একসঙ্গে ছবি করছেন না আর? ক্যাটরিনার মতো সুন্দরী নায়িকার সঙ্গে কেন দেখা যাচ্ছে না সালমনকে?
প্রশ্ন করতেই মিলল একেবারে চোখা জবাব! “সৌন্দর্যটা বিষয় নয়! সুন্দরী ক্যাটরিনা এখন হয়েছে! আগে ততটাও ছিল না! এই তো সে দিন ওর ছবি দেখলাম, এয়ারপোর্টে! কী মিষ্টি না দেখতে হয়েছে এখন ক্যাটরিনা”, বলছেন সালমন!
তাহলে তাঁদের প্রেমের রসায়নের রহস্য? সে কথাও একটা রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গিয়েছেন নায়ক! সেই হাসি শুধু একটাই কথা বলে— ‘যার যেথা মজে মন’!
(3)