কর্মজীবী শিশুদের উন্নয়নে গত ০২ সেপ্টেম্বর’১৫ ইং তারিখ সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের ও বিডিএসসি এর উদ্যোগে কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন ও শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী উপলক্ষ্যে কুড়িগ্রাম টেরেডেস হোমস ফাউন্ডেশন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু অধিকার বাস্তবায়ন ফোরাম এর চেয়ারপার্সন ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অধ্যক্ষ এসএম আব্রাহাম লিংকন, ভিউ এর নির্বাহী পরিচালক এনামুল হক, টিডিএইচ (লুজান) এর জেলা ব্যবস্থাপক বিবেকানন্দ অধিকারী ও সিপিও মিমি গোমেজ, সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী কমলা রানী পাল, টিডিএইচ (ইটালী) এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান, আরডিআরএস এর সুপারভাইজার মোঃ মাহবুবুল আলম, শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের উপদেষ্ঠা জনাব খায়রুল আনম, কেনা এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নুরুল হাবিব পাভেল, কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর জনাব রোস্তম আলী তোতা, শিশু অধিকার বাস্তায়ন ফোরামের যুগ্ন সম্পাদক জনাব হুমায়ন করিব সূর্য্য ও শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের সাধারন সম্পাদক ও বিডিএসসি এর প্রকল্প সমন্বয়কারী মোঃ রহিমুল ফারুক সহ অন্যন ব্যাক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের উদ্যেগ্যে আগামী ২৯ সেপ্টেম্বর- শিশু অধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন, ৩০ শে সেপ্টেম্বর কন্যা শিশু দিবসের র্যালী, ১ হতে ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্কুলে শিশু অধিকার বিষয়ে সচেতনতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, শিশু, মালিক সমিতি, নির্বাচিত জন প্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন কমিটির সদস্যদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও সর্বোপরি ০৫ সেপ্টেম্বর সমাপনী দিনে কলেজ মোড়- বিজয় স্তম্ভে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও বিডিএসসি থিযেটার গ্রুপের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।
//জাহাঙ্গীর আলম, কুডিগ্রাম
(6)