খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট)কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে বাংলাদেশ আন্ত.বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফেডারেশন কর্তৃক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে মতবিনিয়মের অংশহিসাবে গতকাল রবিবার বিকাল ৩টায় কুয়েট স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার। প্রধান বক্তা ছিলেন আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের প্রধান উপাদেষ্টা মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি শওকত ইসলাম সবুজ, মো. মোহাম্মদ ছাদেক আহমদ ও সুবির কুমার দত্ত, আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বি, এম আশিকুর রহমান, আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের যুুগ্ন সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল ও মো. ইমরান আলী রনি, আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ। কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন মো. সাইফুল ইসলাম, মো, আইয়ুব আলীসহ কুয়েট কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগন। মতবিনিময় সভায় কুয়েট কর্মচারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আন্ত.বিশ্ববিদালয় কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক এই টিমের নেতৃবৃন্দ কুয়েটে পৌছে ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা পৌনে ১টায় ফেডারেশনের নেতৃবৃন্দ কুয়েট কর্মচারী সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারের সাথে সাক্ষাৎ করে ১২দফা দাবীর বিষয়ে তুলে ধরেন।
(32)