খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট)নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ভাইস-চ্যান্সেলর এর দপ্তরে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ফাউনন্ডেশনের সদস্য কুয়েট উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকবর আলী, আওয়ামী লীগ নেতা মো. জয়নাল শেখ, কাঞ্চন মহাজন, শেখ আনছার আলী, মোস্তফা কামাল, রণি খলিফা, জাহিদ গাজী, বিপ্লব মন্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করতে সকলকে নিজনিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
(31)