স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’ চিনাটোলা শাখার উদ্যোগে মণিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামে স্থানীয় সফল খামারী ফতেমা বেগমের বাড়ীতে “কেচো সার উৎপাদন ও ব্যবহার” বিষয়ক দুই দিনের একটি প্রশিক্ষণ কোর্স ২৮ জানুয়ারি সম্পন্ন হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় বাস্তবায়িত ফুড সিকিউরিটি ২০১২ বাংলাদেশ-উজ্জীবিত প্রকল্পের অধীনে ইউপিপি-উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা শুশান্ত কুমার তরফদার, কেশবপুর বোটানিকা এ্যগ্রো লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার রকিবুল হাসান রাজু, মণিরামপুর উপজেলার পলাশী গ্রামের সফল খামারী সফিকুল ইসলাম, সমাধান সংস্থার পিও বিল্লাল হোসেন ও মঈনুল ইসলাম।
২৭ জানুয়ারি উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সমাধান চিনাটোলা শাখার ম্যানেজার আঃ মজিদ বিশ্বাস, হিসাবরক্ষক জিয়াউর রহমান ও প্রকল্প সমন্বয়কারী মুনছুর আলী। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাধান এর উপ-সমন্বয়কারী আবু জাফর মাতুব্বর।
এছাড়া উপস্থিত ছিলেন সমাধান পূর্ব শাখার ম্যানেজার গোলাম কিবরিয়া, প্রকল্পের পিও ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রকল্পের নির্ধারিত স্থানীয় সমিতিভুক্ত হত দরিদ্র মোট ২৫ জন নারী উপকারভোগী অংশগ্রহন করেন। মুলত প্রশিক্ষণে কেঁচো সার ব্যবহারের সুবিধা, বিভিন্ন জাত, প্রাপ্তির স্থান, উৎপাদন পদ্ধতি, সংগ্রহ প্রক্রিয়া, কেঁচো সার থেকে আয়, বাজারজাতকরণ, প্রয়োগযোগ্য ফসল ইত্যাদি বিষয়ের উপর অংশগ্রহনকারীদের বিস্তারিত ধারনা প্রদান ও এ বিষয়ে উৎসাহিত করা হয়।
প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে নগদ টাকাসহ কেঁচো সার উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ যেমন চাড়ি, চালনি, কেঁচো ইত্যাদি প্রদান করা হয়।
উল্লেখ্য, সমাধান এই প্রকল্পের মাধ্যমে ১১ টি শাখায় মোট ৩৩৯০ জন হতদরিদ্র সদস্যদের মাঝে কর্মসংস্থানমুলক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্নমুখী সেবা প্রদান করে যাচ্ছে।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(15)