কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খোপদহি গ্রামের সহজ-সরল বৃদ্ধ আনার আলী মোড়ল বলেন, তিনি খোপদহি গ্রামের মকছেদ মোড়লের ছেলে আব্দুস সাত্তার ও আলাউদ্দীন মোড়লের নিকট ২২ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্তু তাঁকে ধোঁকা দিয়ে ২২ শতক জমির স্থলে ষড়যন্ত্রমূলক ভাবে একই গ্রামের রিয়াজতুল্য ও ইসমাইল মোড়লের সহযোগিতায় গত ৬ আগস্ট আব্দুস সাত্তার ৫৪ নং খোপদহি মৌজার ৩৯৯, ৪০০,৭৫৬, ৭৫৭, ৭৭৩ ও ৮০৪ নং দাগ থেকে ২৮ শতক এবং গত ১৩ সেপ্টেম্বর আলাউদ্দীন মোড়ল ও উপজেলা জামায়াত শিবিরের সাবেক সভাপতি বর্তমান জামায়াতনেতা সাজ্জাত হোসেন একই মৌজার ৭৫৮, ৭৭০, ৯০১ নং দাগ থেকে ৮ শতক জমিসহ মোট ৩৬ শতক জমি রেজিষ্ট্রি করে নিয়ে তাকে সর্বশান্ত করে দেয়। তিনি বিষয়টি বুঝতে পেরে তাদের নিকট ১৪ শতক ফেরত চাইলে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি তার পৈত্রিক ১৪ শতক জমি ফিরে পেতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। সংবাদ সম্মেলনে বৃদ্ধ আনার আলী মোড়লের সাথে তার পুত্র রেজাউল মোড়ল উপস্থিত ছিলেন।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(5)