কেশবপুর উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম হুসাইনীকে ব্যাপক অনিয়ম ও অর্থ আতœসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকুরী থেকে চুড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রসা শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক প্রেরিত এক পত্রের মাধ্যমে জানাগেছে, কেশবপুর উপজেলার সন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম হুসাইনী গত ২০১৪ সালের ১৪ জন ছাত্রীর নিকট হতে নিবন্ধন, ফরমফ্লাব, বিদায় অনুষ্ঠান ফিস গ্রহণ করা সত্ত্বেও অর্থলোভের কারণে ১৪ জন ছাত্রী কেহই দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি এবং ঐ ১৪ জন ছাত্রীর ২০১৫ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখেছিলেন। এই অভিযোগ ও মাদ্রাসার সুপারের অর্থ আতœসাতসহ ৪৯ টি অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এব্যাপারে গঠিত তদন্ত কমিটি বিস্তারিত উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগ সমূহ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা শিক্ষাবোর্ড গত ৬ জুলাই এক পত্র প্রেরণের মাধ্যমে সুপার আব্দুল হালিম হুসাইনীকে চাকুরী থেকে চুড়ান্তভাবে বরখাস্ত করার জন্য পত্র প্রেরণ করে। যার স্মারক নং বামাশিবো/সংস্থাপন/৩৫৯/১০। যার প্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল খালেক মোল্যা গত ৩০ আগস্ট সুপার আব্দুল হালিম হুসাইনীকে চাকুরী থেকে চুড়ান্তভাবে বরখাস্ত করেন।
//এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(6)