কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য ৩৮ টি সিবিও পৃথক সির্আএ করে কমিউনিটির সামাজিক মানচিত্র, ঝুঁকি, চাহিদা বিশ্লেষন করে কর্ম-পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান কাজী মহব্বত আলীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ১২ নভেম্বর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন ইউনিভার্সাল এর হেড অফ অর্গাাইজেসনাল ডেভলপমেন্ট এন্ড এডুকেশন আব্দুল হামিদ, প্রকল্প সমন্বয়কারী মাসুদ রানা, প্রকল্প কর্মকর্তা ক্যাপাসিটি বিল্ডিং ফাহিম আহমেদ, প্রকল্প কর্মকর্তা ডিআরআর শামসুজ্জামান, প্রকল্প প্রকৌশলী আনোয়ার হোসেন ও প্রতীক ট্রাষ্ট্রের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতীক ট্রাষ্টের পরিচালক শহীদুল্লাহ ওসমানী। তিনি বলেন – আপনাদের প্রচেষ্টা সফল হলে জলাবদ্ধতার হাত থেকে সাগরদাঁড়ীর মানুষ উপকৃত হবে। তিনি বলেন সবাই মিলে চেষ্টা করলে একটা ভালো ফল আশা করা যায়। সাগরদ্াঁড়ী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন – আমার ইউনিয়নের পক্ষ থেকে প্রতীক ট্রাষ্ট্রের এই কাজে সার্বিক সহযোগিতা থাকবে। বিগ লটারী ফান্ড উইকের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৫৫ জন সিবিও নেতা, এনজিও প্রতিনিধি ও জন প্রতিনিধি অংশগ্রহন করেন। সেচ্ছাসেবী সংগঠন প্রতীক ট্রাষ্ট্রের আয়োজনে এবং কনসার্ন ইউনিভার্সাল-এই কাজে সহযোগিতা করে।
এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(2)