কেশবপুর উপজেলার বড়েঙ্গা দাসপাড়ায় সকলের জন্য মানবাধিকার, প্রসঙ্গত অস্পৃশ্যতা” শীর্ষক কম্যুনিটি সংলাপ সভা মঙ্গলবার মঙ্গলকোট ইউআরপিজির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক দিলীপ দাসের সভাপতিত্বে পরিত্রাণের প্রদীপ প্রকল্পের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার জিল্লুর রহমান, শিক্ষক প্রভাষ বিশ্বাস, ইউপি সদস্য মমতাজ খাতুন, আমেনা বেগম, আনোয়ারা বেগম, পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, এ্যাডভোকেসি অর্গানাইজার রতিকান্ত মুন্ডা, মার্ক সরকার, ইউআরপিজির সদস্য সুজন দাস, দিপংকর দাস, জয়ন্তী রানী দাস প্রমুখ।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(8)