ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ব্র্যাকের সেফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়ার্কস প্রকল্পে সহযোগিতায় অনুষ্ঠিত ওরিয়ানটেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ডের মাইগ্রেশন এ্যাসোসিয়েট আব্দুস সালাম, বিদেশে হয়রানির শিকার আবু সাইদ, স্বেচ্ছাসেবক সুজন দাস প্রমুখ। অপরদিকে উপজেলা ভাল্যুকঘর ফাজিল মাদ্রাসায় রবিবার বিকালে মাইগ্রেশন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ব্র্যাকের মাইগ্রেশন এ্যাসোসিয়েট এম এ সালামের সঞ্চালনায় সেফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়ার্কস প্রকল্পের উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের সেফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়ার্কস প্রকল্পের খুলনা বিভাগীয় অফিসার আফরোজা খাতুন।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(3)