এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার ভান্ডারখোলা গ্রামের দিনমজুর রেজওয়ান সরদারের পুত্র হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ড্রেস মেকিং এন্ড টেলাইরিং ট্রেডের মেধাবী ছাত্র বিল্লাল সরদার (১৫) কে শনিবার সন্ধ্যা রাতে তার সহপাঠি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রানা মোবাইল ফোন করে ভান্ডরখোলা বাজারে আসতে বলে।
ঐ রাত থেকে তার পরিবার আর বিল্লালকে খুঁজে পায়নি। রবিবার সকালে ভান্ডার খোলা বাজার সংলগ্ন পটল ক্ষেতে বিল্লালের গলাকাট লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ভান্ডার খোলা বাজার সংলগ্ন পটল ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় নিহতের পিতা রেজওয়ান সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসি আরো জানায়, মেধাবী ছাত্র বিল্লাল অবসর সময়ে মোটর ভ্যান চালিয়ে তাঁর লেখা-পড়ার ব্যায়ভার বহন ও সংসারে সহযোগিতা করতো। সে পরিশ্রম করে সখের বসে একটি ৪০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ক্রয় করে ব্যবহার করতো। ধারণা করা হচ্ছে ঐ দামী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দূবৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(2)