কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ নির্বাচন মুখি হচ্ছে ঐতিহ্যবাহী কেশপুর উপজেলা প্রেসক্লাব। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ২৩শে জুন উৎসব মুখর পরিবেশে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান জানান, উপজেলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কমিটি গঠন করার জন্য সাধারণ সভার মাধ্যমে ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেনকে নির্বাচন কমিশনের প্রধান করার ব্যাপারে সুপারিশ করা হয়। সাথে আরো দুইজনকে সদস্য করার কথা সুপারিশ করা হয়। কিন্তু জাকির হোসেন ২ জনকে সদস্য না করে সভাপতি ও সম্পাদক সহ সদস্যদের কোন কিছু না জানিয়ে খেয়াল খুশিমতো অনিয়মের মাধ্যমে নির্বাচন তফসিল ঘোষণার নাটক করেন। যেটা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত। জাকির হোসেন উদ্দেশ্য প্রণোদিত একটি পক্ষকে খুশি করার জন্য তিনি উক্ত কাজটি করেছেন। যে কারণে এক জরুরী বিশ্বের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক জাকির হোসেনকে নির্বাচন কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মাহফুজকে প্রধান নির্বাচন কমিশনার এবং তহমিনা খাতুন ও মহাচ্ছান আলীর শাওনকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ২৩ শে জুন কেশবপুর উপজেলা প্রেসক্লাবে ত্রিবার্ষিক কমিটি গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশন আব্দুল্লাহ আল মাহফুজ এবং সদস্য তহমিনা খাতুন ও মহাচ্ছান আলী শাওন উৎসব মুখর পরিবেশে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
(1)