কেশবপুর বাশবাড়িয়া দাসপাড়া মন্দির ভিত্তিক স্কুলের সামনে বাংলাদেশ দলিত যুব পরিষদের সাথে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দাতাসহযোগি এফসিডিও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুল (প্রদীপ) প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ কেশবপুর উপজেলার ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের বাশবাড়িয়া দাসপাড়ায় এ পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রটি পরিচালনা করেন প্রদীপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কুমার দাস।
পাঠচক্র শেষে বাল্যবিবাহ প্রতিরোধ আইনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে একইদিন বিকাল ৩টায় মজিদপুর ইউনিয়নের দেউলী দাসপাড়ায় পাঠচক্র, কুইজ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিত্রাণ এর ফিল্ড ফ্যাসিলিটেটর তন্দ্রা দত্ত।
(9)