বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণের আয়োজনে “প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল”(প্রদীপ) প্রকল্পে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে বাউশলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) বিদ্যানন্দকাটি ইউনিয়নের সভাপতি ভরত দাস। সভা সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার দীপক চক্রবর্ত্তী। উক্ত সভায় বিশ্ব মর্যাদা দিবসের উপর আলোচনা, করোনা বিষয়ে সচেতনতা, উপকারভোগীদের অভিযোগ ও পরামর্শ বিষয়ে ধারনা প্রদান, সরকারী সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিডিপির ভূমিকা, বঙ্গ বন্ধুর জন্ম শত বার্ষিকীর উপর আলোচনা সহ অত্র এলাকার রাস্তাঘাটের অসুবিধা, আর্সেনিক মুক্ত পানির অভাবসহ দলিত জনগোষ্টীর নানা মুখী বঞ্চনার চিত্র তুলে ধরেন বাংলাদেশ দলিত পরিষদের সদস্যবৃন্দ। কমিটির সকল সদস্যকে একতাবদ্ধ ভাবে কাজ করার জন্য আহব্বান করেন বিদ্যানন্দকাটি ইউনিয়নের দলিত পরিষদের (বিডিপি) সহ সভাপতি আছিয়া খাতুন।
উক্ত কমিটির সাধারণ সম্পাদক আনন্দময়ী সরকার বলেন কমিটিকে টিকিয়ে রাখতে হলে নিজেদের ত্যাগ করতে হবে, (বিডিপি) সদস্যদেরকে সকল অনুষ্ঠানে স্বপ্রনোদিত ভাবে অংশ গ্রহণ করতে হবে। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের স্বেচ্ছাসেবক সুমন দাশ সহ বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাংলাদেশ দলিত পরিষদের সদস্যবৃন্দ।
(8)