পরিত্রাণের আয়োজনে “প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল”(প্রদীপ) প্রকল্পের আওতায় কেশবপুর মাগুরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) মঙ্গলকোট ইউনিয়ন শাখার ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) মঙ্গলকোট ইউনিয়ন কমিটির সভাপতি গোপাল দাস। সভা সঞ্চালনা করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার দীপক চক্রবর্ত্তী।
সভায় বিশ্ব মর্যাদা দিবস সম্পর্কে আলোচনা, করোনার সচেতনতা, সরকারী সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিডিপির ভূমিকা, বঙ্গ বন্ধুর জন্ম শত বার্ষিকীর উপর আলোচনা, এলাকার রাস্তাঘাটের অসুবিধাসহ দলিত জনগোষ্টীর নানা মুখী বৈষম্যের চিত্র তুলে ধরেন বাংলাদেশ দলিত পরিষদের সদস্যবৃন্দ। কমিটির সকল সদস্যকে একতাবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান করেন বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) মঙ্গলকোট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাস। পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সভায় উপস্থিত সকলকে পরামর্শ ও কোন বিষয়ে অভিযোগ থাকলে পরিত্রাণ এর নিকট লিখিত, মৌখিক ও মোবাইল ফোনের মাধ্যমে জানাতে অনুরোধ করেন।
এ সভায় উপস্থিত ছিলেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের স্বেচ্ছাসেবক সুমন দাসসহ মঙ্গলকোট ইউনিয়নের বাংলাদেশ দলিত পরিষদের সদস্যবৃন্দ।
(0)