খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগষ্ট) যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
নগর ভবনে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পনেরই আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শিশু-কিশোরদের নিকট আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং বাঙালী জাতির জন্য জাতির পিতার অবদান তুলে ধরতে শোকের এই দিনে কেসিসি’র পক্ষ থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে আজকের শিশু-কিশোররা বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানতে পারবে। শিশু-কিশোরদের উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। অথচ বিপথগামী কিছু সেনা সদস্য মহান এ নেতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছেন। দেশের কল্যাণে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (প্লে থেকে নার্সারী) কাজী সাওদা জাহান ১ম স্থান, ফাতেমা জামান সায়মা ২য় ও সিদরাতুল মুনতাহা ৩য়; ‘খ’ বিভাগে (১ম ও ২য় শ্রেণি) উচ্ছাস সেন স্বপ্ন ১ম, মারশিহা মেহনাজ ২য় ও হিতেষ কুন্ডু ৩য় এবং ‘গ’ বিভাগে (৩য় থেকে ৫ম শ্রেণি) সিয়াম শেখ ১ম, রোদোসী মাহজাবিন ঐশ্বর্য ২য় ও কাশফিয়া নেহরিন অপ্সরা ৩য় স্থান অধিকার করে। এছাড়া রচনা প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) যাহরা ১ম, কাজী রুকাইয়া জাহান ২য় ও সিনহা হোসেন শখ ৩য় এবং ‘ঙ’ বিভাগে (৯ম ও ১০ম শ্রেণি) সামিহা রহমান ১ম, আফরিন মৌ ২য় ও তাহেরা হোসেন নাফিছা ৩য় স্থান অধিকার করে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শেষ পর্বে বঙ্গবন্ধুসহ ১৫আগস্টে শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: রফিকুল ইসলাম।
(0)