প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শান্তিময় সমাজ গঠনের জন্য আল-কোরআনের বিধান প্রবর্তন এবং সকল কাজে মহানবী (স.) এর জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে। রসুল (স.) এর পথই মানব মুক্তির একমাত্র পথ। তিনি আরো বলেন, এক শ্রেণীর লোক ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে। দেশে শান্তিময় পরিবেশ সৃষ্টিতে এবং জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইমাম পরিষদ-খুলনার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ইমদাদুল হক কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এম এ মাজেদ সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে ভারপ্রাপ্ত মেয়র ক্বেরাত, হামদ ও নাথ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(3)