দলিত ভয়েস২৪.কম: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার বিকাল ৩টায় সলুয়াস্থ কেসিসি’র স্যানিটারী ল্যান্ডফিলে বৃক্ষের চারা রোপানের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেসিসি’র উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এ সময় কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন, কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, মোঃ আলী আকবর টিপু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ওয়াহেদুর রহমান দিপু, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ ইউনুস আলী সরদার, মোঃ সুলতান মাহামুদ পিন্টু, মোঃ ফারুক হিল্টন, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ শাহাদাত মিনা, আশফাকুর রহমান কাকন, শেখ জাহিদুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, রহিমা আক্তার হেনা, রোকেয়া ফারুক, নাদিরা হোসেন তুলি, পারভীন আক্তার, মনিরা আক্তার, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সমাজসেবক এ্যাড. লায়ফা রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় নগরীর খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও সিটি মেয়র মোঃ মনিরুজ্জামান যৌথভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল খয়ের মোঃ জাকারিয়া সহ মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।