খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেছেন, অধিকতর নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কেসিসি’র বর্তমান পরিষদ আন্তরিকতার সাথে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। অপ্রতুল জনবল এবং সীমিত সম্পদের সদ্ব্যবহার করেই কেসিসি’কে সামনের দিকে এগুতে হচ্ছে। তিনি বলেন পর্যায়ক্রমে নগরবাসীর সকল চাহিদা পূরণ করা হবে।
ভারপ্রাপ্ত মেয়র শনিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বাজার উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবীর প্রেক্ষিতে বলেন, নগরীর সব এলাকায় সুষম উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে এবং ধারাবাহিকভাবে তাদের সকল দাবী-দাওয়া পূরণ করা হবে।মতবিনিময় শেষে ভারপ্রাপ্ত মেয়র দৌলতপুর বাজারের অভ্যন্তরীণ রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও বাজার সংলগ্ন ঘাট এলাকা পরিদর্শন করেন।
সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র সাবেক কমিশনার ও বাজার উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা শেখ কামরুজ্জামান, উপদেষ্টা সাইদুর রহমান বন্দ, সভাপতি আফছার আলী মোড়ল, সাধারণ সম্পাদক শেখ আসলাম সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ভারপ্রাপ্ত মেয়র গোয়ালখালী কবরস্থান, ১০নং ওয়ার্ডের নয়াবাটী নিউ কলোনী, হাউজিং এস্টেট, লিবার্টী গোলচত্বর, চিত্রালী বাজার সহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। ধারাবাহিকভাবে এলাকাসমূহের সমস্যা সমাধান করা হবে বলে তিনি উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্ত করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, এস এম হুমায়ুন কবির, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।