সকাল সাড়ে ৯টায় সংসদ সদস্য ও ভারপ্রাপ্ত মেয়র মিস্ত্রিপাড়া বাজার পরিদর্শনে যান। এ সময় তারা মিস্ত্রিপাড়া বাজার জামে মসজিদের উন্নয়নকল্পে এক মতবিনিময় সভায় মিলিত হন। এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে ভারপ্রাপ্ত মেয়র মসজিদটি তিন তলায় উন্নীত করার আশ্বাস দেন।
পরে সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ জাতিসংঘ শিশু পার্ক পরিদর্শনে যান। সংসদ সদস্যের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত মেয়র শিশু পার্কে চিত্তবিনোদনের আরো সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর শমশের আলী মিন্টু, সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সমাজকর্মী মোঃ জাকির হোসেন, ফেরদৌসুর রহমান লাবু সহ মসজিদ কমিটি ও বাজার কমিটির কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(0)