ভারপ্রাপ্ত মেয়র সোমবার বেলা ১১টায় নগর ভবনে হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের ৫ম বার্ষিক হাজ্বী সম্মেলন সফল করার লক্ষ্যে ফাউন্ডেশনের কর্মকর্তাগণ ভারপ্রাপ্ত মেয়রের সাথে এ মতবিনিময় করেন। আগামী ১৩ ফেব্রুয়ারী টাউন জামে মসজিদ চত্বরে হাজ্বী সস্মেলন অনুষ্ঠিত হবে।
মতবিনিময়কালে হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষকে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষকের পদ অলংকৃত করার প্রস্তাব দেন। ভারপ্রাপ্ত মেয়র প্রস্তাবে সম্মতি দেন এবং ফাউন্ডেশনের উন্নয়নে সম্ভব সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস আলম ফারাজী, পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিচালক (কল্যাণ) আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব মীর দারাশিকো, আলহাজ্ব মাও: মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব শেখ মজিবর রহমান, আলহাজ্ব এস এম রুহুল আমিন, সাকিব আখতার সুজন, কাজী এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
(3)