সিটি মেয়র সোমবার বিকাল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র রাজস্ব বিভাগের বাৎসরিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ ইউনুস আলী সরদার। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, জাহিদ হোসেন শেখ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম, কালেক্টর অব ট্যাক্সেস মোঃ নজরুল ইসলাম, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মোজাম্মেল হক মিলন, লাইসেন্স অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী, কাজী মোঃ ইমরুল হাসান, বাজার সুপার গাজী সালাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজস্ব বিভাগের ১৪ জন কর্মচারীকে পুরস্কৃত করা হয়। সিটি মেয়র তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মোঃ নজরুল ইসলাম-এর চাকুরী থেকে অবসর গ্রহণ করায় তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
(1)