তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় নগর ভবনে জার্মান ফিন্যান্সিয়াল কোঅপারেশন (কেএফডব্লিউ) এর প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। কেএফডব্লিউ’র অর্থায়নে খুলনা মহানগরী এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন এবং আরো প্রকল্প গ্রহণের উদ্দেশ্যে প্রতিনিধিগণ এ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতা মোকাবেলা করছি। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দাতা সংস্থাসমূহ এগিয়ে আসলে কেসিসি’র পক্ষে এই সংকট মোকাবেলা করা সহজ হবে। তিনি খুলনাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কেএফডব্লিউ মিশনের নিকট প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহবান জানান।
এ সময় কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, কেএফডব্লিউ’র প্রজেক্ট ম্যানেজার জোহান্স স্কল, সিনিয়ল সিভিল ইঞ্জিনিয়ার পিটার রুনি, সেক্টর স্পেশালিস্ট (ক্লাইমেট চেঞ্জ এন্ড এনার্জি) সান্দ্রা সোয়ার্স দ্যা সিলভা, এস এম মেহেদী আহসান, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(5)