সিটি মেয়র মহান আল্লাহর দরবারে সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান-এর রোগমুক্তি কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে খুলনায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। খুলনা নগর ভবন, বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স, কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ, সিটি গার্লস স্কুল, খালিশপুর পৌর সুপার মার্কেট নির্মাণ সহ বহু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি খুলনা মহানগরীর উন্নয়ন ত্বরান্বিত করেছেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা মহানগরীর সেবক হিসেবে নিজেকে পরিচিত করেন।
সিটি মেয়র সাবেক মেয়রের কর্মজীবন তুলে ধরে বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে শেখ তৈয়েবুর রহমান রাষ্ট্রদূত এবং খুলনা আইনজীবী সমিতির নেতা ছিলেন। স্বীয় কর্মদক্ষতার দ্বারা তিনি দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করেছেন।
(4)