সভায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান-এর পিতা শেখ আবু বক্কর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম-এর পুত্র মোঃ নজরুল ইসলাম-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগেফরাত কামনা করা হয়। সভায় খুলনা টুটপাড়ার শিশু রাকিব হত্যা সহ সারাদেশে শিশু হত্যা বন্ধ ও শিশু অধিকার নিশ্চিতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় অভিবাসনের উদ্দেশ্যে বিদেশে গিয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশীদের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া করা হয়।
সভায় বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কেসিসি’র প্রতিটি ওয়ার্ডে সুনির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহকরণ, পরিবেশ দুষণ রোধকল্পে ৫ হাজার কেজি ব্লিচিং পাউডার ক্রয়, মশক নিধনকল্পে ১০ হাজার লিটার এ্যাডাল্টিসাইড ক্রয়, জোড়াগেটে সুষ্ঠুভাবে গরুর হাট পরিচালনার লক্ষ্যে নদীর ঘাটে সিড়ি নির্মাণ, স্থানীয় রাস্তা সংস্কার, হাট এলাকায় পর্যাপ্ত লাইটিং-এর ব্যবস্থা গ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে নগরীতে এলাকাভিত্কি ২টি কমিটি গঠন, নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইউএন হ্যাবিট্যাট-এর অর্থায়নে সোলার এনার্জি পার্কের সৌন্দর্য্য বৃদ্ধি ও উন্নয়ন, স্মার্ট হোল্ডিং এ্যাসেসমেন্ট কার্যক্রম চালুকরণ ইত্যাদি।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন নগরীর প্রত্যেক অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে হবে। নগরীর সুষম উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, অধিকতর নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে কেসিসি’র সাথে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুলনাকে সুন্দর নগরীতে পরিণত করতে চাই।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
(0)