খবর বিজ্ঞপ্তি: কেসিসি ঠিকাদার কল্যান সমিতির জরুরী সভা আজ বুধবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শেখ মনি খোকনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, শেখ আরিফ হোসেন আরা, ইউসুফ আলী, হানিফ হাওলাদার, জাকির হোসেন, আঃ মালেক, মনির হোসেন মনি, রিয়াজুল ইসলাম বাবু, মশিউর রহমান তুফান, আফজাল দেওয়ান, রেহেনা গাজী, আলী আকবর, আঃ কালাম, নজরুল মাতুব্বর প্রমুখ।
সভায় বক্তারা, নগরীর বিভিন্ন উন্নয়ন কাজে কতিপয় ব্যক্তি বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন। ফলে উন্নয়ন কাজগুলো শেষ করতে বিলম্ব হচ্ছে, সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা বলেন, এই বাধার বিষয়টি সিটি মেয়রকে মৌখিকভাবে জানানো হলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। এ অবস্থা অব্যাহত থাকলে ঠিকাদার নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।
(2)