খবর বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । ( ১০ই জুন) শনিবার সকাল ১০ ঘটিকায় খুলনা মহানগরীর হাজী মহাসিন রোড, জেলখানা ঘাট, ডেল্টা ঘাট হয়ে বড় বাজার এলাকায় এবং ২১, ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
শফিকুল ইসলাম মধু বলেন, প্রশাসন এক পক্ষ হয়ে কাজ করছে, যা আমাদের নির্বাচনী কর্মকান্ডের উপর চাপ পরছে। আমার দলের কর্মির উপর হামলাও হয়েছে। আমি আগেও বলেছি যে কেসিসি নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি হচ্ছে আমি আবারও বলছি যে এখন পযন্ত অনেক কালো টাকার লেনদেন হচ্ছে। গত ২ দিন ধরে কালো টাকার মাধ্যমে ভোট কিনছে কিছু মানুষ। আমাদের দেশের এমন অবস্থা যে নিম্ন আয়ের মানুষেরা এক বেলা খেতে পারছে না কিন্তু এর ভিতর কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক। আমি প্রশাসেন সহযোগিতা চাই। নির্বাচন প্রচারণার শেষ দিনে ভোর ৫ টা থেকেই একদল প্রচারণায় নেমে শৃঙ্খলা ভঙ্গ করেছে। জনগণ কে সুষ্ঠু ও নিরাপদে ভোট দিতে দেওয়া লাগবে। তারা নিরাপদে ভোটে দিতে পারলে তাহলে ভোট সুষ্ঠু হবে। আর সব চেয়ে বড় কথা হলো এদেশে গণতন্ত্র নেই যদি গণতন্ত্র থাকতো তাহলে আজ দেশের এমন অবস্থা হয় না। কোন দলের কত পারসেন্ট ভোটার আছে তা আমরা জানি। আমাদের খুলনা বিভাগীয় কমিশনার শুধুু একটা কথা বলছে আর সে কারনে তাকে বদলী হতে হলো। আগামী ১২ ই জুন কেসিসি নির্বাচনে আমি ভোটারদের বলব যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার সঠিক ভাবে ভোট দিবেন।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি এড্যা: মহানন্দ সরকার, নগর জাতীয় পার্টির সাধারন সাধারন আব্দুল্লাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশরাফুল ইসলাম সেলিম, তৌমুর হোসেন শাহিন, শেখ মোঃ তোবারক হোসেন তবু, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান, নেয়ামত খান, অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব, ফয়সাল, ইব্রাহিম, শহিদ হাওলাদার, গাজী মোশারফ, প্রমূখ।
(1)