বুধবার ১১টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মেহজাবিন খান, উপধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস প্রমুখ বক্তৃতা করেন এবং জেএসসি পরীক্ষার্থী শাহজালাল আলম আবীর ও পিএসসি পরীক্ষার্থী আবু জাফর মোঃ রিফাত বিল্লাহ তাদের অনুভূতি ব্যক্ত করেন। স্বাগত বক্তৃতা করেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
দুপুর ১২ টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মরহুম এ.কে.এম যাকারিয়া স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন। সিটি মেয়র মরহুম এ শিক্ষকের নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তার আন্তরিক প্রচেষ্টার দিকগুলি তুলে ধরেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান ও খুলনা আলিয়া কামিল মাদসারার প্রধান মুফতি ড. মাওলানা আব্দুর রহিম। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা মুনওয়ার হোসাইন আল মাদানী। দোয়া অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সহকর্মীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।