খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল ভেদাভেদভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চত করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ভোটকেন্দ্রে নিজে উপস্থিত হয়ে এবং অপরকে স্বত.স্ফুর্তভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট উৎসব হতে যাচ্ছে সেই উৎসবে সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতির মাধ্যমে বিপুল ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতিকের আলহাজ্জ তালুকদার আব্দুল খালেককে পুনরায় নির্বাচিত করতে হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল উন্নয়নই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। তিনি বলেন আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় রাষ্ট্রিয় ক্ষমতায় না বসতে পারলে দেশের সকল উন্নয়ন অগ্রযাত্রা থেমে যাবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের সার্বিক উন্নয়ন এবং খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। ’’
তিনি আজ ৮ মে সোমবার বিকাল সাড়ে ৪টায় মীরেরডাঙ্গা আই আর আইতে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে খানজাহান আলী থানার অন্তরগত কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্জ আশরাফুল ইসলাম, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ই্উনুচ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মরিুল ইসলাম। কর্মী সভায় বক্তৃতা করেন আবু নাঈম, ইসমাইল হোসেন ইমন। কর্মী সভায় থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মাষ্টার শাহজাহান হাওলাদার, সাইয়েদুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, সুরুজ্জামান হানিফ, মো .শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, কুয়েট শাখা ছাত্রলীগ নেতা নীবিড় রেজা, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, বাবুল হোসেন, নসির উদ্দিন, থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী মুক্তা বেগম, এ্যাড. শাহারা ইরানী পিয়া, এ্যাড. নার্গিস খানম, নিলা নাসির, মোহন মুন্সিসহ থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় প্রধান অতিথি শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি কেসিসি ২নং ওয়ার্ডের ৫টি সেন্টার কমিটির নাম ঘোষনা করেন।
(0)