খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের নতুন ড্রেন নির্মাণ কাজ এবং মীরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক।
আজ শুক্রবার বিকাল ৪টায় তিনি ২নং ওয়ার্ডের আনসার ফ্লাওয়ার মিলগেট থেকে সেনপাড়া দাউদের মাঠ পর্যন্ত ১কোটি ৯০ লক্ষ টাকার সাড়ে ৭শ মিটার নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন, নতুন নির্মিত ড্রেন পরিদর্শন এবং মীরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় তিনি ড্রেন নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টদের কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি উপস্থিত এলাকাবাসীকে সরকারের সকল উন্নয়নমূলক কাজ সংশ্লিষ্টদের কাছে থেকে বুঝে নেওয়ার আহবান জানান। পরে তিনি মীরেরডাঙ্গার জন্মথেকে অবহেলিত সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করে অবকাঠামোগত সহ বিভিন্ন সমস্যার খোজখবর নেন।
এ সময় নগরপিতাকে কাছে পেয়ে প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সমস্যার কথা তুলে ধরেন। মেয়র মহোদয় তাদের কথা শুনেন এবং অবকাঠামোগত অবস্থা দেখে তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাকে ফোন করে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শ দেন। প্রতিষ্ঠান গুলোর কর্মকর্তাদের সাথে একসুরে এলাকাবাসী জানায় অবহেলা আর অযতেœ পড়ে থাকা বিভাগীয় এই প্রতিষ্ঠান দুটির যেন কোন অভিভাবক নাই। এই প্রতিষ্ঠানে অবকাঠামো এবং জনবলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষ সম্পর্ণ উদসিনতার পরিচয় দিচ্ছে বলে এলাকাবাসী মেয়র মহোদয়কে জানান। পরিদর্শনকালে মেয়রের সাথে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, সাহাবুল আলম, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান এফ এম ফয়সাল ও উপসহকারী প্রকৌশলী মো. সাইদুল রহমান উপস্থিত ছিলেন।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতির সাথে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফূল ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিরা আখতার, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, থানা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জলিল হাওলাদার, শেখ কামাল আহম্মেদ, সেলিম রেজা, সাইয়েদুর রহমান, মুন্সি জহুরুল হক, সাইড ইঞ্জি. মো. আমিরুল ইসলাম, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, মো. রুবেল, কামাল মুন্সি, মো. ফয়সাল হোসেন, মোহন মুন্সি, সুমন মন্সি, নাসির উদ্দিন, নুর ইসলাম আকনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিণœ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
(0)