প্রথম দু’টি ম্যাচে গোলের মুখ দেখেননি রোনাল্ডো৷কিন্তু এদিন জোড়া গোল করে দলকে জেতাতে না-পারলেও পর্তুগালকে শেষ ষোলোয় জায়গা করে দিলেন সিআর সেভেন৷বুধবার রাতে ৩-৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে তিনবার এগিয়ে গিয়েও জিততে পারল না হাঙ্গেরি৷দু’বার পর্তুগালকে সমতায় ফেরান রোনাল্ডো৷যদিও গ্রুপের শেষ ম্যাচ ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলে হাঙ্গেরি৷অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ পরের রাউন্ডে চলে গেল আইসল্যান্ড৷আর গ্রুপে কোনও ম্যাচ না-জিতেও গোল পার্থক্যে শেষ ষোলোয় জায়গা করে নিলে পর্তুগাল৷শেষ ষোলোয় রোনাল্ডোরা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷
ফ্রান্সের লিওঁতে এদিন শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে ওঠে পর্তুগিজরা৷প্রথম ১৮ মিনিটে পাঁচটি আক্রমণ করে রোনাল্ডো অ্যান্ড কোং৷কিন্তু একবারও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি রোনাল্ডো-নানিরা৷ বরং ১৯ মিনিটে প্রথমবার আক্রমণে উঠে গোলের মুখ খুলে ফেলে হাঙ্গেরি৷ পর্তুগিজ ডিফেন্ডাররা কর্নার পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যান জলটান গেরা। ২৫ গজ দূর থেকে জোরালো হাফ-ভলিতে ডান দিক দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের এই মিডফিল্ডার।
২৯তম মিনিটে দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেন রোনাল্ডো৷ ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিক বাঁচিয়ে দেন হাঙ্গেরি গোলরক্ষক৷বিরতির কিছুক্ষণ আগে রোনাল্ডো-নানির বোঝাপড়ায় অবশেষে গোলের মুখ খোলে পর্তুগাল। রিয়াল মাদ্রিদ তারকার রক্ষণচেরা পাস ডি বক্সে পেয়েই কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নানি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়৷
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ফের এগিয়ে যায় হাঙ্গেরি। অধিনায়ক ও মিডফিল্ডার বালাস জুজাকের ফ্রি-কিক পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেসের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।কিন্তু কিছুক্ষণের মধ্যে রোনাল্ডোর গোলে সমতায় ফেরে পর্তুগাল৷ মারিওর ক্রস ডি বক্সে পেয়ে অসাধারণ এক ফ্লিকে দলকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান তিনবারের বর্ষসেরা ফুটবলার। এই নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর চার আসরে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা৷পাঁচ মিনিট পর পর্তুগালের জালে আবারও হাঙ্গেরির গোল উৎসব। ডি বক্সের বাইরে থেকে জুজাকের জোরালো শট নানির পায়ে লেগে জালে জড়ালে ফের পিছিয়ে পড়ে ২০০৪ এর রানার্সরা।
৬২তম মিনিটে আবারও রোনাল্ডোর দক্ষতায় সমতায় ফেরে পর্তুগাল। বদলি নামা মিডফিল্ডার রিকার্ডো কারেসমোর উঁচু করে বাড়ানো বলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে শেষ ষোলোয় পৌঁছয় প্রথম বার ইউরোয় খেলতে আসা আইসল্যান্ড।‘এফ’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে হাঙ্গেরি৷ ৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে আইসল্যান্ড৷কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পর্তুগাল।-নতুন বার্তা
(2)