পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান মনে করেন, অতিরিক্ত সংবেদনশীল আচরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলার আতঙ্ক থাকলেও, কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অতিমাত্রায় স্পর্শকাতর। ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর আস্থা রাখতে হবে মনে করেন শাহরিয়ার। তিনি বলেন, বিদেশি দলগুলোর সফরে, সবসময় সর্বোচ্চ নিরাপত্তাই নিশ্চিত করা হয়।
(0)