শেষ হলো লোডভিক ডি ক্রুইফ অধ্যায়। শুরুর অপেক্ষায় ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। গতকাল গভীর রাতে আনুষ্ঠানিকভাবে ক্রুইফের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ফুটবল ফেডারেশন কর্মকর্তারা।
বাফুফে চায় না এই ডাচ কোচের চুক্তি বাড়াতে। লোডভিকও ২৪ ঘন্টার মধ্যে মত বদলালেন। বিদায়ের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কোচকে জানাতে রাজধানীর একটি হোটেলে বৈঠকে বসেছিলেন ফেডারেশন সহ সভাপতি তাবিথ আওয়াল। ছিলেন গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শুয়েসলারও।
তবে গোপনীয় সেই বৈঠক শেষ পর্যন্ত গোপন থাকে নি। তারপরও এড়িয়ে যাবার চেষ্টা ফুটবল কর্তার। নিজ মেয়াদে বেশ কজন তরুণ ফুটবলারকে খুঁজে বের করা, বিশ্ব দরবারকে বাংলাদেশকে চেনানোর তৃপ্তি সঙ্গী হচ্ছে লোডভিকের বিদায়বেলায়। আমার বেশ কিছু লক্ষ্য ছিল।
শূণ্য থেকে শুরু করে এখন ফুটবল বিশ্বে বাংলাদেশকে চেনাতে পেরেছি। এছাড়াও হেমন্ত, জুয়েল, সোহেল, ইয়াসিনের মত তরুণ ফুটবলাররা এখন পাইপলাইনে আছে। শুভ কামনা রইলো বাংলাদেশ ফুটবলের জন্য। তার মেয়াদে ১৭ ম্যাচ খেলে ৩ টিতে জিতেছে বাংলাদেশ। ড্র হয়েছে ৭ ম্যাচ। হার ৭ টিতে।
বুধবার সারাদিন লোডভিককে না রাখা আর নতুন কোচ নিয়োগ নিয়ে কম নাটকীয়তা হয় নি রাজধানীতে। ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের সঙ্গে বৈঠক করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক। ৪২ বছর বয়সী এই ইতালিয়ানই হচ্ছেন দেশের ২৪তম কোচ। যার ঘোষণা আসবে বাফুফের নির্বাহি কমিটির জরুরী সভার পর।
লোপেজের ফুটবলার ক্যারিয়ার ছোট্ট। গোলরক্ষক হিসেবে শুরু এএস রোমার ইয়ুথ প্রজেক্টে। এরপর স্কাউট হিসেবে কাজ করেছেন অ্যাটালান্টা ও ফিওরেন্তিনায়। উয়েফার প্রো লাইসেন্স না থাকলেও তার অধীনে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে ২০১৩-১৪ মৌসুম শেষ করে মালদ্বীপের ক্লাব বিজি স্পোর্টস।
(0)