কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ঝিলিয়াঘাটা বাজার পরিচালনা কমিটির ৩ বছর মেয়াদী নির্বাচন গত ১৫ ফেব্রুয়ারী সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নিরবচ্ছিন্ন উপস্থিতিতে সম্পূর্ণ সুষ্ঠ পরিবেশে এ নির্বাচন প্রক্রিয়া শেষ হয়।
১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটির মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে একাধিক প্রার্র্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। ৫টি পদে কোন প্রার্থী না থাকায় উক্ত পদ গুলোর নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটারদের সরাসরি অংশ গ্রহনের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাজার পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, সহ-সভাপতি- শেখ মো. ইমরান হোসেন, সাধারন সম্পাদক- মো. মোকলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক- অজিয়ার রহমান সরদার, কোষাধ্যক্ষ্য- মো. রিয়াছাদুজ্জামান বাবলু। নির্বাচিত নতুন কমিটিকে বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
(70)