কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রায় বসাবসকারী আদিবাসী মূন্ডা পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
গত শনিবার সকাল ১০ টায় ৬ নং কয়রা এলাকার ভেড়িবাঁধের উপর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধন অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল ত্রান সামগ্রী বিতরন করেন নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এতে ৪৫ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবন ও ১ কেজি সোয়াবিন তেল প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, আইসিডি’র প্রতিষ্ঠাতা মো. আশিকুজ্জামান, সমাজ সেবক এইচ.এম আক্কাছ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ কামাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আইসিডি’র সদস্যবৃন্দ।
(3)