কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কয়রা উপজেলা সভাপতি শেখ সদর উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলার সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোঃ আবুল কাশেম।
জাপা নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাপা নেতা শামসউদ্দীন আহমেদ, এম রফিক সিরাজ , ডাঃ রুহুল আমিন, সানা আমজাদ, আঃ অহিদ, আঃ কুদ্দুস, শ্রী অজিত কুমার মন্ডল সহ জাপা নেতাকর্মীবৃন্দ। এসময় বক্তারা বলেন, আজ ২৩ শে অক্টোবর। ১৯৮৪ সালে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গ্রাম বাংলার জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ঘোষণা করেন। গ্রাম বাংলার উন্নয়নের লক্ষ্যে আজকের এই দিনে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। তিনি সে সময় বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
বক্তারা আরও বলেন, তিনি ২৩ অক্টোবর ৪৬০ টি থানায় উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। প্রতিটি উপজেলায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার যোগ করেছিলেন। কোর্ট স্থাপন, হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিস স্থাপন রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। আলোচনা শেষে মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
(5)