কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় দুর্যোগের ঝুকি হ্রাসে টেকসই বেড়িবাঁধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোতালেব গাজী, সাংবাদিক কামাল হোসেন, ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কিরন বাড়ুই প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই উপকূলের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেই সাহায্য হচ্ছে সাময়িক প্রতিষেধক। কিন্তু ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে জনপদের পর জনপদকে মাসের পর মাস সমুদ্রের নোনা পানি ভাসিয়ে দেয় এবং মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। সেই অনিয়শ্চয়তা থেকে বেরিয়ে আসতে, নতুন করে জীবনকে সাজাতে একটি শক্তিশালী, টেকসই ও জলোচ্ছ্বাস প্রতিরোধে সক্ষম উঁচু ও মজবুত বেড়িবাঁধ প্রয়োজন।
(7)