কয়রা প্রতিনিধিঃ কয়রায় নওয়াবেঁকি গনমুখী ফাউন্ডেশনের উদ্যোগে উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পাথওয়েজ টু প্রসাপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপলস (পিপিইপিপি) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
১ মার্চ বিকাল ৩ টায় উপজেলা প্রানী সম্পদ অফিসের হলরমে নওয়াবেঁকি গনমুখী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক দিবাশিষ ব্যানার্জীর সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মুস্তাইন বিল্যাহ। বিশেষ অতিথি ছিলেন প্রানী সম্পদ অফিসের সম্প্রসারন কর্মকর্তা নয়ন মন্ডল, কয়রা উপজেলা প্রেক্লাবের কোষাধাক্ষ্য মোঃ রিয়াছাদ আলী, মানব কল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনজিএফের টেকনিক্যাল অফিসার মোঃ কামাল হোসেন।
আরও বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক বিপ্লব দেবনাথ, প্রকল্পের সুমঙ্গল, নির্গম ডাঃ নাজমুল হোসেন, ওয়ালিদ হোসেন, উপকারভোগী সদস্য বলয় মুন্ডা, সুলতানা মরিয়ম প্রমুখ। প্রকল্পের সুফলভোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(2)