কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় বজ্রপাতে নূর ইসলাম গাজী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত্যু আলি গাজীর পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম গাজী কালনা বিলে তার নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। বজ্রপাতে আহত হলে স্থানীয়রা টের পেয়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নূর ইসলাম গাজী তার নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে
(18)