কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে।
সকালে কয়রা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুুলিশ, কয়রা আদালত, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পাটি, কয়রা উপজেলা প্রেসক্লাব, আইনজীবি ইউনিটবার, পুজা উৎযাপন পরিষদ, কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ কলেজ, উত্তরচক কামিল মাদ্রাসা, মানবকল্যান ইউনিট, মদিনাবাদ যুব সংঘ, কয়রা বাজার কমিটি, উপজেলা শিল্পকলা একাডেমি, আইসিডি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমেন পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম)।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস,এম গোলাম রব্বানী প্রমুখ।
এ ছাড়া দোয়া ও প্রার্থনা, প্রামান্য চিত্র প্রদর্শন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
(1)