কয়রা প্রতিনিধিঃ “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়নের ভাগবা কাঠালতলা বাজারে কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ শিকারী ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষকলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে ৭নং ওয়ার্ডে আঃ হালিম সরদারকে সভাপতি ও অমল সরদারকে সাধারণ সম্পাদক, জামশেদকে সাংগঠনিক সম্পাদ ও শ্যামল মন্ডলকে দপ্তর সম্পাদক করে উপজেলা কৃষকলীগ আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী ও সদস্য সচিব শাহিনুর রহামান স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
(7)