কয়রা প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বতুল বাজার গ্রামের মৃত্যু ছবেদ মোল্যার পুত্র আবুল কালাম আজাদ।
শুক্রবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ২৪ জানুয়ারী দিবাগত রাত্রে কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজারের তাজ কম্পিউটার ট্রেনিং সেন্টারে চুরি সংঘঠিত হয়। ঐ ঘটনায় কম্পিটার ট্রেনিং সেন্টারের মালিক আওছাফুর রহমান তুহিন নিজে বাদী হয়ে আমার পুত্র আল আমিন সহ সন্দেহজনক ৪ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪ তাং-৩-২-২১ ইং। উক্ত মামলায় পুলিশ আমার পুত্রকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরন করেন। বর্তমানে আমার পুত্র জামিনে রয়েছে।
তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হচ্ছে যে, কম্পিউটার মালিক তুহিনদের সাথে ইতিপুর্বে আমাদের পারিবারিক কোলহাল আছে। সেই রেশ ধরে আমার পুত্রকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করছে। আমার পুত্র আল আমিন ঐ ঘটনায় কোন রকম জড়িত নয়। সম্পুর্ন ব্যাক্তি আক্রশে তাকে মিথ্যা মামলায় হয়রানী করছে। বিষয়টি তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। আমার পুত্র মিথ্যা মামলা থেকে যাতে রেহাই পায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সে ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে কম্পিউটার সেন্টারের মালিক তুহিনের নিকট জানতে চাইলে তিনি জানান, মিথ্যা মামলায় তাকে হয়রানী করা হচ্ছেনা।
(12)