কয়রা(খুলনা)প্রতিনিধিঃ লায়ন্স জেলা ৩১৫-এ-১ এর উদ্যোগে উপকুলীয় অঞ্চল খুলনার কয়রা সদর, উত্তর বেদকাশি ও দক্ষিন বেদকাশি ইউনিয়নে ঘুনিঝড় চিত্রাং ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আজ৬নং কয়রা গ্রামের অসহায় মানুষ চাল. ডাল, লবন সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টায় দক্ষিন বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারা স্বাধীন সমাজ কল্যন যুব সংঘের কার্যালয়ে ১ শ ৫০ পরিবারের মাঝে এ সকল ত্রান সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্সের এলসিআইএফ জেলা কো-অর্ডিনেটর লায়ন্স কায়কোবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিন বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ ছালাম খান,লায়ন্স মাহফুজুল হক, লায়ন্স নুর মোহাম্মাদ হাওলাদার, লায়ন্স দিলারা নাসরীন, লায়ন্স জাবির সিরাজী, লায়ন্স মোঃ বিল্লাল হোসেন, বন কর্মকর্তা আব্দুল্লাহ বাহারাম, স্বাধীন সমাজ কল্যন যুব সংঘের সভাপতি আবু সাইদ, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান,সাংবাদিক ফরহাদ হোসেন প্রমুখ।
(0)