কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা শান্তি পুর্নভাবে পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা গতকাল সোমবার বেলা ১১ টায় থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ ছালাম খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্যানেল চেয়ারম্যন হরষিত মন্ডল, পূজা উদযাপন কমিটির পক্ষে ননী গোপাল মজুমদার, অনিমেষ মন্ডল, মনি মোহন সরকার, ত্রিনাথ মন্ডল, বিজয় মন্ডল, কোমলেশ মন্ডল প্রমুখ।
মতবিনিময় সভায় কয়রায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দূগাপুজা উদযাপনের লক্ষ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
(5)