কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কয়রা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, কয়রার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
সমাজ উন্নয়নে সাংবাাদিকরা যে ভুমিকা পালন করে চলেছেন তা খুবই ভাল দিক। এ জন্য তিনি বিগত দিনের তুলনায় আগামীতেও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে সকল সাংবাদিকদের নবর্ষের শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ক্যালেন্ডার প্রদান করা হয়।
(9)