কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আ,লীগের মনোনয়ন প্রত্যাশি এস,এম মাসুম বিল্লাহ। ২০ ফেব্রয়ারী বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য কাজ করে যাচ্ছি । সে জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কয়রা সদর ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়ার জন্য কাজ করে যাাচ্ছে। দল তাকে দলীয় মনোনয়ন (নৌকা) দেয় তাহলে নির্বাচন করবে। আর দল যদি মনোনয়ন না দেয় তাহলে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করবে। এস এম মাসুম বিল্লাহ কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমানে উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা সিপিপির ডেপুটি টিমলিডার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক ধীরাজ কুমার রায়, উপজেলা সৈনিক লীগের আহবায়ক আরাফাত হোসেন, প্রভাষক সুব্রত কুমার সরকার প্রমুখ।
(5)