তালা প্রতিনিধিঃ আসন্ন খলিশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যপক প্রচার-প্রচরনা, সভা ও সমাবেশ করছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমীর কুমার দাশ। দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন ও বিজয়ী হবেন- এমন বিশ্বাস নিয়ে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যপক গণসংযোগ চালাচ্ছেন।
সমীর কুমার দাশ জানান, ১৯৯০ সালে আওয়ামীলীগ যখন বিরোধী দলে তখনকার সেই দুঃসময়ে ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। তখন কুমিরা স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি দলের নেতৃত্ব দেয়া শুরু করি। সেই হতে পর্যায়ক্রমে পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য এবং তালা উপজেলা আওয়ামীলীগের সদস্য হই। পরে ২০১৩ সালে দলের কাউন্সিলরদের ভোটে খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আজও সেই দায়িত্ব পালন করছি। দীর্ঘ এই সময়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেটা অব্যাহত রাখবো।
তিনি বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচন’র আগে ও পরে সহিংসতা রোধে উপজেলা আওয়ামীলীগের সহিত কাধে কাধ মিলিয়ে রাজপথে থেকেছি। প্রতিটা নির্বাচনে দলীয় প্রতিকের সম্মান রক্ষায় জীবন হাতে করে ভোটের মাঠে থেকেছি। বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও মন উজাড় করে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করি এবং সফলতা লাভ করি।
সমীর দাশ বলেন, দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজ আমি এখানে দাড়ীয়ে! একারনে দলের সাধারণ নেতা-কর্মী, ভোটার ও ইউনিয়নবাসি আমার সঙ্গে আছে।
সমীর দাশ জানান, বিগত খলিশখালী ইউপি নির্বাচন পরবর্তীতে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে প্রচার-প্রচারনা, গণসংযোগ, সভা-সমাবেশ শুরু করি এবং এখনও অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস- দল আমাকে এবার মনোনয়ন দেবে এবং জনগণ’র ব্যপক ভোটে আমি খলিশখালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবো। আর নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদে সব ধরনের দূর্ণীতি, হয়রানি বন্ধ করে জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। এছাড়া, ইউনিয়ন পরিষদকে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবো। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন কাজ এগিয়ে নিবো। ইউনিয়ন পরিষদকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
(8)