জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। তিনি এই দেশ, মাটি ও মানুষকে গভীর ভাবে ভাল বাসতেন। দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেই স্বপ্ন পূরণ হয়েছে। দেশ আজ খাদ্য উৎপাদনে সয়ং সম্পূর্ণ। বিশ্বের কাছে আমরা স্ব-নির্ভর জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি। গতকাল ডুমুরিয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত কৃষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, আর এই সব উন্নয়নের কৃতিত্ব আপনাদের। আপনারা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেছেন বলেই উন্নতি হয়েছে। কিন্তু আপনারা এমন খাদ্য উৎপাদন করবেন না যে খাবার মানুষের মৃত্যু’র কারণ হয়ে দাড়ায়। সার-কীটনাশক প্রয়োগ ও বিষাক্ত দ্রব্যাদি সম্পর্কে সর্তক থাকবেন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত¦রে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, ওসি এম মসিউর রহমান, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, চেয়ারম্যান সরদার আব্দুল গণি, চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, কৃষি কর্মকর্তা আবিকুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও উপসহকারী মোঃ মোকলেছুর রহমান প্রমুখ। চলতি রবি (২০১৫-১৬) মৌসুমে অধিক পরিমানে গম, ভুট্টা, খেসারী ও গ্রীষ্মকালীন ফসল উৎপাদনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মোট তিন লাখ ছিয়াত্তর হাজার টাকার বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা